Videos by November Rainn in Dhaka. rain
#busyday #wintermorning #kids #viralvideoシ #viralpost2025シ #postyoulike #vlog #personelvlog
আমি অল্প অল্প করে নিজেকে সরিয়ে নিচ্ছি; সেসব জায়গা থেকে, যেসব জায়গায় আমি নিজের উপস্থিতির মূল্যায়ন পাইনি।সবকিছু আমি হেসে হেসে ত্যাগ করতে পারি যদি সেখানে গুরুত্ব না পাই। নিজের প্রতি এতটুকু ভালোবাসা থাকা অবশ্যই দোষের না।
জীবনের সেরা জিনিসগুলি হল আমরা যাদের ভালবাসি, আমরা যে জায়গাগুলিতে ছিলাম এবং আমরা পথ ধরে যে স্মৃতিগুলি তৈরি করেছি।
খারাপ মানুষ যখন ভুলটা করেন এবং ভুলটা সামনে চলে আসে, তখন তিনি ব্যাপারটা গ্রহণ করতে পারেন না। ভুলটা কমিয়ে ফেলার জন্যই অবচেতন মনে অন্যের ঘাড়ে দোষটা চাপিয়ে দেন এবং নিজেকে মুক্ত মনে করেন।
তোমার জীবনটা কিন্তু একান্তই তোমার, তুমি কী হবে কী করবে সে ব্যাপারে অন্যরা পরামর্শ দিতে পারে কিন্তু তাদের ইচ্ছা তোমার উপর চাপিয়ে দেওয়ার কোন অধিকার নেই কারো। কাউকে সেই সুযোগ দিতে নেই কখনো।