Corona Update in Bangladesh
সবাই সচেতন হই।
আস-সালামু আলাইকুম।
কেমন আছেন সবাই?
আগামী শনিবার ১০টি অসহায় পরিবারের মাঝে সেহরি ও ইফতারের কিছু খাদ্য সামগ্রী উপহার দিতে চাই। প্রত্যেকেই বিধবা এবং অসহায় অবস্থায় আছেন, অনেকেই শুধুমাত্র ডাল ভাত খেয়ে রোজা রাখেন আবার অনেকেই আছেন ডাল ভাতও জোটে না। আপনারা চাইলে যাকাত ফান্ড থেকেও সহযোগিতা পাঠাতে পারেন। ১০০ টাকা থেকে শুরু করে যে কোন পরিমাণ অর্থ সহযোগিতা পাঠাতে পারেন। আসুন পবিত্র রমজান মাসে কিছু ভালো কাজ করি।
আসুন মায়া ছড়াই ❤️
সকলের সম্মিলিত প্রচেষ্টায় আলো আসবেই ইনশাআল্লাহ ❤️
প্রতিটি পরিবারের জন্য বারোশো টাকা বা তার কম বেশি হতে পারে।
চাইলে আপনিও একটি পরিবারের দায়িত্ব নিতে পারেন।
#বিশেষ_দ্রব্যষ্ঠ: অনুদানের পরিমাণ মিনিমাম #১৫০ টাকা❤️❤️
/ : 01911662953 ( )
WORLD PHOTOGRAPHY DAY উপলক্ষে TECNO নিয়ে এসেছে TECNO PHOTO CONTEST! আর এবারের theme টি একটু ভিন্ন ধরণের। সেটি হলো CAPTURE ANYTHING RELATED TO TECNO.
So,TECNO related যেকোনো কিছুর ঝটপট ছবি তুলে ফেলুন আর জিতে নিন TECNO !!!
নিয়মঃ
১। আপনার Facebook অথবা Instagram profile থেকে এবং লিখে ছবিটি "Public" করে শেয়ার করুন।
২। ছবি আপলোড করে মেনশন করুন - ফেইসবুকে ও ইন্সটাগ্রামে
৩। TECNO Fans Community Group এ Join করুনঃ https://www.facebook.com/groups/TECNOFansCommunity
বিঃদ্রঃ
১। অংশগ্রহণের শেষ তারিখ: ২৮ আগস্ট, ২০২১ রাত ১১:৫৯ পর্যন্ত।
২। Lucky draw-এর মাধ্যমে যেকোনো ১ জন সৌভাগ্যবান বিজয়ী পাবেন TECNO .
৩। সবচেয়ে creative ছবিগুলো দিয়ে আমরা সাজাবো আমাদের Facebook এবং Insta feed.
সুখবর! গর্ভবতী মা ও যে মায়েরা শিশুকে মায়ের দুধ খাওয়ায় তারাও সুরক্ষা ওয়েবসাইটে নিবন্ধন করে #করোনাভাইরাসের টিকা নিতে পারবেন ✅
সূত্র: ইউনিসেফ বাংলাদেশ।
দারুণ ইনকামের সুযোগ। একদম ফ্রিতে Jaa Lifestyle এ ১ টি অ্যাকাউন্ট খুলে মাসে ৩০০০ টাকা ইনকাম করুন। আগামী ৪ জুন ২০২১ইং তারিখের মধ্যে ফ্রী এ্যাকাউন্ট খুলুন। কোন এ্যাড ফি নেই। প্রতিদিন ৬০ টি এ্যাড দেখে মাসে প্রায় ৩০০০ টাকা ইনকাম হবে। কাজটি করতে এখনি ইনবক্স করুন।
আগে এ্যাকাউন্ট খুলতে ১৩০০ টাকা লাগতো কিন্তু এখন আর আপনাকে ১৩০০ টাকা খরচ করতে হবে না। কিন্তু ইনকাম একটু কম হবে, ভেরিফাই করলে মাসে ৮/৯ হাজার টাকা ইনকাম হবে ৷
তাই আর দেরি করবেন না -
এ্যাকাউন্ট খুলতে প্রয়োজনঃ
১. পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি।
২. ভোটার আইডি স্ক্যান কপি।
৩. রানিং ফোন নাম্বার ও নিক নেম।
৪. ভেরিফাইড জি মেইল এ্যাকাউন্ট।
যদি এ্যাকাউন্ট খুলতে চান, তাহলে আমাকে মেসেঞ্জারে আপনার ছবি, আইডি কপি, নাম্বার ও নাম লিখে পাঠান। আমি ফ্রিতে করে দিচ্ছি।
ফ্রি এ্যাকাউন্ট খুলুন:
অ্যাকাউন্ট খুলতে হোয়াটসঅ্যাপ এ যোগাযোগ করুন:
হোয়াটসঅ্যাপে নাম্বার: 01911662953
সদস্য হন ফ্রী-
https://secure.jaalifestyle.com/ref/meherul1
18-04-2021
Covit19 Uodate
📛ব্রেকিং নিউজ📛
দেশে একদিনে করোনায় ৯৬ মৃত্যু
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৯৬ জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছেন ৫ হাজার ১৮৫ জন।
বুধবার (১৪ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
[12-06-2020 ]
গত ২৪ ঘন্টায়
নমুনা পরীক্ষা - ১৫,৯৯০ টি
নতুন শনাক্ত - ৩,৪৭১ জন
নতুন সুস্থ - ৫০২ জন
মৃত্যু - ৪৬ জন
এই পর্যন্ত
মোট নমুনা পরীক্ষা- ৪,৭৩,৩২২ টি
মোট শনাক্ত - ৮১,৫২৩ জন
মোট সুস্থ - ১৭,২৪৯ জন
মোট মৃত্যু - ১,০৯৫ জন
০৮-০৬-২০২০
কোন জেলায় কতজন আক্রান্ত:
ঢাকা বিভাগ
ঢাকা জেলায় এক হাজার ৩৩৭ জন, গাজীপুরে এক হাজার ১৩৭ জন, কিশোরগঞ্জে ২৩৯ জন, মাদারীপুরে ১৭৬ জন, মানিকগঞ্জে ১৬৬ জন, নারায়ণগঞ্জে দুই হাজার ৪০৯, মুন্সীগঞ্জে ৯৩৩ জন, নরসিংদীতে ১৮৮ জন, রাজবাড়ীতে ৯০ জন, ফরিদপুরে ২৭৪ জন, টাঙ্গাইলে ৫৩ জন, শরীয়তপুরে ১২৫ জন, গোপালগঞ্জে ২৬৪ জন।
চট্টগ্রাম বিভাগ
চট্টগ্রামে দুই হাজার ৭৮১ জন, কক্সবাজারে ৯৪৮ জন, কুমিল্লায় এক হাজার ৯১ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ১২১ জন, খাগড়াছড়িতে ৪৭ জন, লক্ষ্মীপুরে ১৪২ জন, বান্দরবানে ৩৯ জন, রাঙ্গামাটিতে ৬৬ জন, নোয়াখালীতে ৭৮৫ জন, ফেনীতে ২৫৭ জন, চাঁদপুরে ২০৩ জন আক্রান্ত হয়েছে।
সিলেট বিভাগ
সিলেট বিভাগের সিলেট জেলায় ৪৬৫ জন, মৌলভীবাজারে ১০০ জন, হবিগঞ্জ জেলায় ৫৬৩ জন ও সুনামগঞ্জে ১৫৭ জন করোনায় আক্রান্ত হয়েছে।
রংপুর বিভাগ
রংপুর বিভাগের রংপুর জেলায় ৪৭৯ জন, গাইবান্ধা জেলায় ৫৪ জন, নীলফামারী জেলায় ১৩৮ জন, কুড়িগ্রামে ৭২ জন, লালমনিরহাটে ৪১ জন, পঞ্চগড়ে ৫২ জন, ঠাকুরগাঁওয়ে ৬৫ জন ও দিনাজপুরে ১৭৯ জন আক্রান্ত হয়েছে।
খুলনা বিভাগ
খুলনা বিভাগের খুলনা জেলায় ১২৩ জন, যশোরে ১৫৪ জন, নড়াইলে ৩০ জন, মাগুরায় ৩২ জন, ঝিনাইদহে ৫৭ জন, বাগেরহাটে ৪২ জন, মেহেরপুরে ৩০ জন, সাতক্ষীরায় ৪৭ জন, কুষ্টিয়ায় ৯৪ জন, চুয়াডাঙ্গা জেলায় ১০৩ জন আক্রান্ত হয়েছে।
ময়মনসিংহ বিভাগ
ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জেলায় ৪৯৭ জন, জামালপুর জেলায় ২১৮ জন, নেত্রকোনায় ২৩০ জন ও শেরপুর জেলায় ১০১ জন আক্রান্ত হয়েছে।
বরিশাল বিভাগ
বরিশাল বিভাগের বরগুনা জেলায় ৭৪ জন, ঝালকাঠিতে ৩৪ জন, বরিশাল জেলায় ১৩৩ জন, ভোলায় ৫৭ জন, পিরোজপুরে ৩৬ জন ও পটুয়াখালীতে ৮৮ জন রোগী আক্রান্ত হয়েছে।
রাজশাহী বিভাগ
রাজশাহী বিভাগের রাজশাহী জেলায় ৮১ জন, নাটোরে ৬১ জন, জয়পুরহাটে ১৬৩ জন, বগুড়ায় ২৪৯ জন, পাবনায় ৪৬ জন, চাঁপাইনবাবগঞ্জে ৬২ জন, সিরাজগঞ্জে ৪১ জন ও নওগাঁয় ১৯৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।
পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি।
ঈদ সোমবার।
করোনা আপডেটঃ (১১/০৫/২০)
নতুন আক্রান্ত শনাক্ত=১০৩৪
মোট আক্রান্ত =১৫৬৯১
নতুন মৃত্যু =১১
মোট মৃত্যু =২৩৯
নতুন সুস্থ =২৫২
মোট সুস্থ = ২৯০২
নমুনা পরীক্ষা =৭২০৮
সূত্রঃ স্বাস্থ্য অধিদপ্তর
করোনায় সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী আনোয়ারুল কবিরের মৃত্যু | বাংলাদেশ প্রতিদিন করোনায় প্রাণ গেল সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী মেজর জেনারেল (অব.) আনোয়ারুল কবির তালুকদারের। র.....
'শিগগিরই ছেড়ে যাচ্ছে না করোনা, শীতে বাড়তে পারে প্রকোপ' | কালের কণ্ঠ ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৪৬ হাজার চারশ ৩৭ জন এবং এরই মধ্যে প্রাণহানি ঘটেছে এক হাজার
█▒▒▒ব্রেকিং নিউজ▒▒▒█
করোনা আপডেট
২৯-০৪-২০২০
মোট আক্রান্ত : ৭১০৩
মোট মৃত্যু : ১৬৩
নতুন আক্রান্ত : ৬৪১
নতুন মৃত্যু : ০৮
নতুন সুস্থ :১১
ঘরে থাকুন সুস্থ থাকুন।
সূত্র : স্বাস্থ্য অধিদপ্তর
করোনায় ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৪১ : স্বাস্থ্য অধিদপ্তর করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ রোগে আক্রান্ত হয়ে ....
COVID-19 Confirmed cases in Bangladesh City
'সেপ্টেম্বর পর্যন্ত সব স্কুল-কলেজ বন্ধ' | কালের কণ্ঠ করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত স্কুল-কলেজ বন্ধ থাকবে বলেজানিয়েছেন
👩🔬দেশের এই জরুরি সময়ে বিনামূল্যে আপনার যেকোনো ধরণের স্বাস্থ্য সেবা ডিজিটাল উপায়ে পেতে আজই যোগাযোগ করুন -
👉হটলাইন নাম্বারঃ
☎️০১৭৩৯-৮৭০৩৮৩
☎️০১৭২৪-৩১৬৪৫৭
☎️০১৩১২-২৭৮৩৬৩
💁♂️ আমাদের ফেসবুক পেইজে আপনার শারীরিক সমস্যার কথা লিখুন অথবা ইনবক্স করুন ।
📌আমাদের ই-মেইলও করতে পারেন-
📩ই-মেইল - [email protected]
📌আমাদের অভিজ্ঞ ডাক্তার সমূহ -
✅১।প্রফেসর ডাঃ মোঃ কামরুল আলম
চেস্ট সার্জন
বিভাগীয় প্রধান
বক্ষ সার্জারি বিভাগ
ঢাকা মেডিকেল কলেজ
✅২। ডাঃ মোস্তফা আল তারিক (রনি)
ইনফার্টিলিটি বিভাগ
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়
✅৩। ডাঃ মোঃ ফারুক হোসাইন
এমবিবিএস(রাজ.), বিসিএস(স্বাস্থ্য),
ডিডিভি (বিএসএমএমইউ)
চর্ম, যৌন ও এলার্জী রোগ বিশেষজ্ঞ,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কোটচাঁদপুর, ঝিনাইদহ
✅৪। ডাঃ হারুন-অর-রশিদ (তুহিন)
এমবিবিএস, সিসিডি, সিএমইউ
ডায়াবেটোলজিস্ট , কার্ডিওলজি বিভাগে অভিজ্ঞ
✅৫। ডাঃ তাপস কুমার বিশ্বাস
এমবিবিএস, সিসিডি, সিএমইউ
ডায়াবেটোলজিস্ট
✅৬। ডাঃ এম ডি তৌফিক হাসান
এমবিবিএস, সিএমইউ
এফ সি পি এস - পার্ট ১ (নিউরোসার্জারি)
✅৭। ডাঃ মৌসুমী ভদ্র
এমবিবিএস
✅৮। ডাঃ আল মুকসিত ইসলাম শাবাব
এমবিবিএস (ডি ইউ), ডিএমইউ
✅৯। ডাঃ তানভির জামান প্রতীক
এমবিবিএস (সি ইউ)
✅১০। ডাঃ আশরাফুল ইসলাম
এমবিবিএস ( রাজশাহী )
ইনডোর মেডিকেল অফিসার , সাতক্ষিরা শিশু হাসপাতাল
✅১১। ডাঃ ইমরান হাসান
এম বি বি এস (আর ইউ)
✅১২ । ডাঃ জেসিকা তাসনিম
এমবিবিএস (আর ইউ)
🤷♂️জনস্বার্থে: কোটচাঁদপুর ডায়াবেটিক সমিতি এবং ডিআরবিডি ২৪ ডট কম এর যৌথ উদ্যোগ । সার্বিক তত্ত্বাবধায়নে ওয়ান জিরো বিডি লিমিটেড ।
🔰কোটচাঁদপুর ডায়াবেটিক সমিতি
🏫ঠিকানা :বলুহর বাসষ্ট্যান্ড,তেল পাম্পের সামনে, কোটচাঁদপুর,ঝিনাইদহ ।
🌏ওয়েবসাইটঃ www.kdiabetic.org
☎️মোবাইল:- ০১৭৩৯-৮৭০৩৮৩
🔰ডিআরবিডি ২৪ ডট কম ( ওয়ান জিরো বিডি লিমিটেড )
🔰অফিসের ঠিকানাঃ ১০২/১ , নিচ তলা, শহিদ মশিউর রহমান রোড, পাগলা কানাই, ঝিনাইদহ ।
🌏ওয়েবসাইটঃ www.drbd24.com, www.onezerobd.com
☎️মোবাইলঃ ০১৯৫৪-৯৫৭৬৯০
পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে।
আগামী থেকে রোজা শুরু।
যবিপ্রবির জিনোম সেন্টারে
আজ ২৩ এপ্রিল ২০২০ খ্রি. তারিখে
যশোরের ২ জন,
চুয়াডাঙ্গার ৬ জন,
কুষ্টিয়ার ২ জন,
মাগুরার ১ জন,
মেহেরপুরের ১ জনসহ
মোট ১২ জনের নমুনা পজিটিভ এসেছে।
দু.সংবাদ :
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ল্যাবে গত চব্বিশ ঘন্টায় ৬৫টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে যশোরে ৪ জন, নড়াইলে চার চিকিৎসকসহ ৫ জন, কুষ্টিয়ায় ২ জন, মেহেরপুরে ১ জন এবং মাগুরায় ১ জনসহ মোট ১৩ জনের করোনা পজিটিভ।
জানিয়েছেন যবিপ্রবি উপাচার্য জনাব প্রফেসর ড. আনোয়ার হোসেন ও যশোরের সিভিল সার্জন জনাব ডা. শেখ মো. আবু শাহিন।
এলাকা ভিত্তিক COVID-19 আক্রান্তের তালিকা (২১.০৪.২০২০ তারিখ সকাল ০৮.০০ পর্যন্ত) IEDCR থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী।
লকডাউনে আপনার শিশুটি যৌন হয়রানির শিকার হচ্ছে না তো ? | কালের কণ্ঠ বিশ্বজুড়ে লকডাউন সুযোগ সন্ধানীদের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরী করেছে, তাই আপনার সন্তান যৌন হয়রানির শিকার
ফোন করলেই বাড়িতে খাবার পৌঁছে দিবেন হাজী সুমন যে কোনো দুর্যোগ ও মহামারিতে গরিব-অসহায় মানুষের সেবায় সবসময় নিরলস পরিশ্রম করেন যশোর পৌর সভার ৬ নম্বর ওয়ার্ড কাউন.....
খুমেকের সহকারী অধ্যাপক করোনায় আক্রান্ত খুলনা: করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন খুলনা মেডিক্যাল কলেজের ইউরোলোজি বিভাগের এক সহকারী অধ্যাপক।
█▒▒▒ ব্রেকিং /Breaking News▒▒▒█
গত ২৪ ঘণ্টায় ৩০৬ করোনা রোগী শনাক্ত, মোট আক্রান্ত ২১৪৪ জন।
দেশে করোনায় আরো ৯ জনের প্রাণহানি, মোট মৃত্যু ৮৪
সবাই সচেতন হোন।
পরীক্ষামূলক ওষুধ রেমডেসিভিরে দ্রুত সুস্থ হচ্ছে করোনা রোগীরা পরীক্ষামূলক একটি ওষুধ রেমডেসিভিরে দ্রুত সুস্থ হয়ে উঠছে করোনা রোগীরা। এই ওষুধের ট্রায়ালের কথোপকথনের একটি ভিডিও’...
এই পোষ্টটি আমরা উৎসর্গ করছি সিলেটের ওসমানী মেডিকেল কলেজের সদ্য প্রয়াত সহকারী অধ্যাপক ডা. মঈনের আত্মার মাগফিরাত কামনা করে এবং একইসাথে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে। এই মহৎপ্রাণ চিকিৎসক নিজের জীবনের ঝুঁকি নিয়ে, এই করোনা ভাইরাসের সঙ্কটকালীন সময়ে মানুষকে চিকিৎসা সেবা দিয়ে গেছেন ।
দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর বেশ কয়েকজন স্বাস্থ্যকর্মী আক্রান্ত হলেও এই প্রথম কোনো চিকিৎসকের মৃত্যু হলো।
করোনা ভাইরাস মোকাবেলায় সকল ডাক্তার, নার্স, স্বাস্থ্য কর্মীসহ জরুরী সেবার দায়িত্বপালনে নিয়োজিত সকলকে এবং সব স্বেচ্ছাসেবককে আন্তরিক ধন্যবাদ।
গতকাল রাত আনুমানিক একটার দিকে বিল্ডিং-এ তিন চার জন মানুষ এসে বিল্ডিং এর গার্ডকে বাহির হতে ডেকে জানান যে, তারা হাসপাতাল থেকে এসেছেন, কারণ তাদের কাছে তথ্য রয়েছে যে এ বিল্ডিং-এ করোনা আক্রান্ত রোগী রয়েছে এবং তাকে তারা নেবার জন্য এসেছেন। তারা বার বার গার্ডকে মেইন গেট খুলে দেবার জন্য চাপ দিচ্ছিলেন।
গার্ড এর বর্ণনা মোতাবেক তাদের দুই/তিন জন PPE, মাস্ক ও গ্লাভস পড়া এবং দু’জন সেনাবাহিনীর পোষাক পড়া ছিলেন। তাদেরও মাস্ক ও গ্লাভস পড়া ছিল। তারা সেনাবাহিনীর পোষাক পড়া লোকদেরকে দেখিয়ে দ্রুত গেট খোলার জন্য তাগিদ দিয়ে যাচ্ছিলেন। কিন্তু গার্ড খানিকটা ত্যাড়া প্রকৃতির হওয়ায় তাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দেন এখন স্বয়ং বাড়িওয়ালা উপর থেকে এসে গেট খোলার জন্য তাকে বললেও তিনি কিছুতেই গেট খুলে দেবেন না। তাদের যদি সত্যি সত্যিই করোনা রোগী নিয়ে যেতে হয় তবে সকাল পর্যন্ত বাহিরে অপেক্ষা করতে হবে। কোনভাবেই গার্ড গেট খুলে না দেয়ায় তারা তাকে যাচ্ছেতাই ভাষায় গালিগালাজ করে চলে যায় এবং শাসিয়ে যায় যে সকালে এসে তাকে দেখে নেবে।
কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে সকালে কেউ এসে সে বাড়িতে করোনা রোগী নিতে আসেনি, কারণ সে বাড়িতে প্রকৃতপক্ষে কোন করোনা রোগী নেই।
সুতরাং ধারণা করা যাচ্ছে যে রাত একটার দিকে যারা সে বাড়িতে করোনা রোগী নেবার জন্য এসেছিল তারা চোর বা ডাকাত হতে পারে। গার্ড এর সুবুদ্ধির কারণে পুরো বিল্ডিং অযাচিত দূর্ঘটনা হতে রক্ষা পেয়েছে।
ঘটনাটি আমি এজন্য শেয়ার করছি যে করোনার এ কঠিন সময়েও তস্করদের সুযোগ খোঁজার চেষ্টার কমতি নেই।আর সমস্ত বাড়িওয়ালাদের /ফ্ল্যাটর মালিকদের দৃষ্টি আকর্ষণ করছি তারা যেন তাদের বাড়ির দারোয়ান/ গার্ডকে বিষয়টি জানিয়ে সতর্ক করেন।
যবিপ্রবিতে করোনা পরীক্ষা শুরু | কালের কণ্ঠ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে করোনাভাইরাসের পরীক্ষা শুরু হয়েছে। আজ শুক্রবার ১৩টি
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the business
Telephone
Website
Address
Mohakhali
Dhaka
1212